ভেনিস বাংলা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে মহান বিজয় দিবসের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। স্কুলের শিশুরা তিনটি গ্রুপে বয়সভিত্তিক তিনটি আলাদা বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রবাসে বেড়ে উঠা এই কোমলমতি শিশু কিশোরদেরকে নিয়ে এমন আয়োজনকে স্বাগতম ও ধন্যবাদ জানা স্কুলের অভিভাবকরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সহ সভাপতি উদ্দিন আক্তার, সদস্য হান্নান মিয়া, মহিলা সম্পাদিকা সুহেলী আক্তার বিপ্লবী, শিক্ষা সম্পাদিকা নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, সহ মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, শিক্ষিকা রিমা বড়ুয়া, দিলরুবা জামান প্রমুখ।  
রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে জানান স্কুলের পরিচালনা পর্ষদ।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)