জাপানে বিজয় দিবস পালিত

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯

হাসিনা বেগম, জাপান

বিভিন্ন কর্সূচির মধ্যদিয়ে বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উদযাপন করেছে টোকিওস্ত বাংলাদেশ দূতাবাস।

মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পতাকা উত্তোলন করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে পরবর্তী অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণীসমূহ পাঠ করে শুনানো হয়।

এরপর রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন।

দূতাবাসের আনুষ্ঠানিকতা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি করেন জাপান প্রবাসী বাংলাদেশি ও জাপানি নাগরিকরা।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)