স্পেনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮

জাহিদুল আলম মাসুদ, স্পেন

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস মহান বিজয় দিবস পালন করেছে। দূতাবাস হল রুমে রবিবার  সকাল ১১টায় দূতাবাসের কাউন্সিলর  হারুন আল রশিদের পরিচালনায় স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা সাইফুল ইসলাম।

মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সব শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভার শুরুতে শরিফুল ইসলামের সূচনা বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করে শোনান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রিদের কমিউনিটি ব্যক্তিত্ব এনায়েতুল করিম তারেক, আল আমিন, আল মামুন, কামরুজ্জামান সুন্দর, জহিরুল ইসলাম নয়ন, আবদুর রহমান, এ কে এম জহিরুল ইসলাম, আয়ুব আলী সরকার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)