ফরিদপুর-৪: আ.লীগ ক্যাম্পে হামলায় আহত ২০

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহর নির্বাচনী ক্যাম্পে হামলায় ২০ জন আহত হয়েছেন। এ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাফরউল্যাহ চৌধুরীর কর্মীরা জানান, রবিবার সন্ধ্যায় ঢেউখালী ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীর নেতৃত্বে নিক্সন চৌধুরীর লোকজন আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগের ২০ কর্মী আহত হন। হামলার খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রণ করে।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঢাকাটাইমসকে জানান, হামলার ঘটনায় ঢেউখালি ইনিয়নের চেয়ারম্যানকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতেও ভাঙ্গা উপজেলা সদরে বর্তমান সাংসদ নিক্সন সমর্থকরা হামলা চালান। এতে আহত হন ৫ আওয়ামী লীগ কর্মী। এর জেরে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।

ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/ইএস/মোআ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :