নাহিদকে সমর্থন, ভোট থেকে সরলেন শমসের

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৮

ব্যুরোপ্রধান, সিলেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন না সাবেক বিএনপি ও বর্তমানে বিকল্পধারার নেতা শমসের মুবিন চৌধুরী। সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী ছিলেন তিনি। তবে দলের সিদ্ধান্ত মতো তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন। একইসঙ্গে মহাজোট প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সমর্থনও জানিয়েছেন।

মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে শমসের মুবিন বিকল্পধারার প্রতীক কুলা নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন। এজন্য আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে টানাপড়েন শুরু হয় তার।

রবিবার সন্ধ্যায় শমসের মবিন গণমাধ্যমকে বলেন, ‘আমি মনোনয়ন প্রত্যাহারপত্র সোমবার (আজ) নির্বাচন কমিশনে জমা দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

হঠাৎ কী কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘এটা দলের সিদ্ধান্ত। তাই মনোনয়নপত্র প্রত্যাহারের নিদ্ধান্ত নিয়েছি।’