ডিসপ্লেতে সেলফি ক্যামেরা

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস

গত সপ্তাহে হংকংয়ের বাজারে নতুন ফোন অবমুক্ত করেছে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর। মডেল হনর ভি ২০। এই ফোনের ডিসপ্লের ওপরে কোনো নচ থাকছে না। ডিসপ্লের মধ্যে ছিদ্রের ভেতর আছে সেলফি ক্যামেরা। সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। 

হনর ভি ২০ ফোনের রিয়ার ক্যামেরায় সনি আইএমএক্স৫৮৬ সেন্সর রয়েছে। এটি বিশ্বের প্রথম ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এই ফোনের ভেতরে আছে কিরিন ৯৮০ চিপসেট। চীনের বাইরে এই ফোনের নাম হবে হনার ভিউ ২০।

চীনে ফোনটি ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে। তখন ফোনটির দাম জানানো হবে। 

হনর সিরিজের নতুন এই ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে রয়েছে একটি ছিদ্র। এই ছিদ্রের মধ্যেই রয়েছে সেলফি ক্যামেরা। ৪.৫ মিলিমিটার ব্যাসার্ধের এ ছিদ্রের ভেতরে আছে ফোনের ফ্রন্ট ক্যামেরা। এর পেছনে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এজেড)