নতুন ইয়ারবাড আনল হুয়াওয়ে

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন প্রযুক্তির ইয়ারবাড আনল হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে ফ্রি বাড টু প্রো। চীনে এই ইয়ারবাড বিক্রি হচ্ছে ৯৯৯ ইয়েনে। এতে ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। হুয়াওয়ে ফ্রিবাডস টু প্রো ডিভাইসটিতে থাকছে ১৩ মিলিমিটার ড্রাইভার।

হুয়াওয়ের নতুন এই ইয়ারবাড টু প্রো দেখতে অনেকটা অ্যাপলের এয়ারপডের মতোই। এতে রয়েছে সর্বাধুনিক ব্লুটুথ ৫.০ টেকনোলজি। ইয়ারফোনের সঙ্গে রয়েছে সুদৃশ্য কেস।

হুয়াওয়ে জানিয়েছে, একবার ফুলচার্জে ডিভাইসটি আড়াই ঘণ্টা ব্যবহার করা যাবে। ইয়ারবাড সরাসরি চার্জ না করা গেলেও এই কেসটি চার্জ করা যাবে। একবার কেস ফুলচার্জ করার পরে ১৫ ঘণ্টা ব্যবহার করা যাবে এই ওয়্যারলেস ইয়ারবাড। প্রত্যেক ইয়ারবাডে দুটি করে মোট চারটি মাইক্রোফোন আছে।

ফ্রিবাডস টু প্রো ওয়্যারলেস ইয়ারবাডের প্রধান আকর্ষণ বোন কন্ডাক্টিভিটি। এই ফিচার ব্যবহার করে গ্রাহককে চিনে নেবে এই ডিভাইস। ফলে গ্রাহকের কণ্ঠস্বর খুব সহজেই চিনতে পারবে এটি। বোন কন্ডাক্টিভিটি ফিচার ব্যবহার করে ডিজিটাল পেমেন্টে ভয়েস অথেন্টিকেশন করা যাবে। আপাতত চীনে উই চ্যাট পে এবং আলিপে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে কাজ করবে এই ফিচার।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এজেড)