সুপ্রিম কোর্ট দিবসের আলোচনায় অংশ নেবেন রাষ্ট্রপতি

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  আগামীকাল মঙ্গলবার বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
এতে আরো বলা হয়, অনুষ্ঠানে আসা অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২ টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 

এছাড়া অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অনুষ্ঠানস্থল এবং তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবেন।
২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এমবি/ওআর