‘ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রাণহীন জন্তুর মতো’

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:০৯

ঢাকাটাইমস ডেস্ক

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠনের ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বলেছেন, ‘জামায়াতনির্ভর ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার চিরতরে বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন ‘ড. কামাল হোসেন, আ. স. ম আব্দুর রব ও কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিরা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়ে শুধু যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নয়, মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাও আজ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন।’

তিনি ঐক্যফ্রন্ট নেতাদের প্রশ্ন করে বলেন, ‘জামায়াতনির্ভর ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার চালু রাখবেন?’

সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ‘ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার চালু রাখা হবে’ মর্মে যে ঘোষণা দেয়া হয়েছে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘তরুণ প্রজন্ম আজ জানতে চায় ড. কামাল হোসেন, আ. স. ম আব্দুর রব ও কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিরা ক্ষমতার লোভে আর কতটা নীচে নামবেন?’

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারকে রাজনৈতিক ভেল্কিবাজি উল্লেখ করে তিনি বলেন, ‘এ ইশতেহার ‘প্রাণহীন জন্তুর মতো’। তাই ঐক্যফ্রন্ট ঘোষিত নির্বাচনী ইশতেহার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ সমাজকে আকৃষ্ট করবে না।’

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)