জাপানে কিউশু বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

মো. আমিরুল ইসলাম, জাপান থেকে
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৪

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে কিউদাই পরিবার।

রবিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও পরবর্তীতে বিজয়ের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান ছিলেন কিউশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিদ্যুৎ বরণ সাহা।

বক্তারা স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিকতার ইতিহাস ও স্বাধীনতা অর্জনের নেপথ্যে তাদের আত্মত্যাগের স্মৃতিগাথা তুলে ধরেন।

তারা ত্রিশ লাখ বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে নেয়ার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শামিম হোসেন ও সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ।

আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ভুঁইয়া।

উপস্থিত অতিথিদের পরিবেশনায় দেশের গান ও নাটক পরিবেশিত হয়।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/বিইউ/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :