আক্রমণাত্মক ব্যাটিংকে দুষছেন ম্যাকেঞ্জি

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

টানা দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিলেটে টি-টোয়েন্টি শুরু করে বাংলাদেশ। কিন্তু ফেভারিটের তকমা গায়ে মাখা টাইগাররা শুরুটা ভালো করতে পারল না। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন বাজে হারের জন্য টাইগারদের অতি আক্রমণাত্মক ব্যাটিংকে দায়ী করেছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।

সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারার পর সংবাদমাধ্যমের সামনে হাজির হননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নিল ম্যাকেঞ্জি। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কটরেল-থমাসের বলে অনেক গতি ছিল। তারা উইকেট নেয়ার চেষ্টা করছিল। আমাদের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হয়েছে। তবে সাকিব ভালো ব্যাট করেছে।’

টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা অনেক শক্তিশালী উল্লেখ করে ম্যাকেঞ্জি বলেন, ‘এই ফরম্যাটে তারা অনেক শক্তিশালী। তাছাড়া অনেক সিরিজও জিতেছে তারা। আমরাও প্রতিটি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছি। সেক্ষেত্রে আমরা এখনো আমাদের ব্যাটসম্যানদের উপর বিশ্বাস রাখতে পারি। তবে এটা হতাশাজনক যে, আমাদের এক ব্যাটসম্যান অন্যদের আউট থেকে শিক্ষা নিতে পারেনি। তবুও আমরা আমাদের ব্যাটসম্যানদের উপর বিশ্বাস রাখছি। তাছাড়া এই ফরম্যাটেও আমাদের কিছু ভালো ফলাফল আছে।’

তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২০ এবং ২২ ডিসেম্বর। পরবর্তী ম্যাচগুলোতে আরো ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার আশ্বাস দিয়েছেন ম্যাকেঞ্জি।

সোমবার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে না আসলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, ‘অন্য ব্যাটসম্যানরা কেন ভালো করেননি সেটা তাদের কাছে জানতে চান। সবার হয়ে তো আমার উত্তর দেয়া সম্ভব নয়। আমি একটা কথা বলতে চাই, আজ (সোমবার) কোনো কিছুই আমাদের পক্ষে ছিল না। আমরা যা করতে চেয়েছি তা হয়নি। আর এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেল চার ওভারে ২৮ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। মূলত তিনিই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান। দুর্দান্ত বোলিং করায় ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি। ম্যাচ শেষে কটরলে বলেন, ‘বল হাতে আমাদের স্মার্ট হওয়া দরকার ছিল। ওশান ভালো বল করেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছু দুর্বল শট খেলেছে। কিন্তু আমরা ভালো বল করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট বলেন, ‘দারুণ জয়। কিন্তু সিরিজে কেবল এক ম্যাচ গেল। ওয়েস্ট ইন্ডিজেও আমরা সিরিজের প্রথম ম্যাচ জিতেছিলাম। কিন্তু সিরিজ হেরেছিলাম। দলের ব্যাটিং নিয়ে আমি খুব খুশি। আমরা আক্রমণাত্মক ব্যাটিং করতে চেয়েছিলাম। তা হয়েছে। সবসময় এমনটি ঘটে না। ঢাকার উইকেট স্লো হবে। বাংলাদেশ সেরা দল। পরবর্তী দুই ম্যাচেও আমাদের ভালো খেলতে হবে।’

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এসইউএল)