বাহরাইনে মহান বিজয় দিবস উদযাপন

বাহরাইন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮

বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৯টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনূর রহমান, দূতাবাসের প্রধান মো. রবিউল ইসলাম, কাউন্সিলর (শ্রম) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতসহ দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়।

বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ সমাজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের একাত্তরের চেতনায় জেগে ওঠার আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :