ফেসবুকে নিষিদ্ধ নেতানিয়াহুর ছেলে

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:১২

অনলাইন ডেস্ক

সব মুসলিমকে ইসরায়েল ছাড়তে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ের নেতানিয়াহু। এমন হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করার পর ফেসুবক কর্তৃপক্ষ তার পেজ ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়।

গত বৃহস্পতিবার ইয়ায়ের নেতানিয়াহু তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সম্প্রতি ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় ফিলিস্তিনিদের দেশ ছাড়া করার আহ্বান জানান। তিনি ফেসবুকে লেখেন,  ‘তোমরা জানো কোথায় কোথায় তারা হামলা করছে না? আইসল্যান্ডে, জাপানে হামলায় মুসলিমরা জড়িত। অন্য একটি পোস্টে তিনি লেখেন, এ সমস্যার সমাধান করতে হলে হয় সব ইহুদিকে ইসরায়েল ছাড়তে হবে না হয় সব মুসলিমকে।  তিনি বলেন, আমি দ্বিতীয় অপশনকে বেছে নেব। নেতানিয়াহুর ২৭ বছরের ছেলে ইয়ায়ের সরকারের কোনো ভূমিকায় দেখা যায় না।

ইয়ায়েরের এমন পোস্টের পর তা ডিলিট করে দেয় ফেসবুক। এ ঘটনায় ফেসবুকের সমালোচনা করে টুইটারে পোস্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলে। তিনি এটিকে চিন্তাধারার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন।

(ঢাকাটাইমস/১৭/ডিসেম্বর/একে)