সারাদেশে বিজিবি মোতায়েন

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাঠে থাকবে বিজিবি।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা অবস্থান নিচ্ছেন বলে জানিয়েছেন বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।

বিজিবি কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। যেসব এলাকায় তারা দায়িত্ব পালন করবেন তাদেরকে সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে।’

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। প্রতি জেলায় ছোট আকারে সেনাবাহিনীর একটি টিম পাঠাবে নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এসএস/জেবি)