পঞ্চগড়ে পাঁচ বিদেশি প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের সবচেয়ে শীত প্রধান এলাকা পঞ্চগড় জেলার দুই হাজার পরিবারের মধ্যে সম্প্রতি কম্বল বিতরণ করে বাংলাদেশে ব্যবসায়রত পাঁচটি জাপানি প্রতিষ্ঠান আজিনোমোতো, গ্রামীণ ইউনিক্লো, হোন্ডা, রোহতো মেনথোল্যাটাম এবং ওয়াইকেকে।

কার্যক্রমটি উদ্বোধন করেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ইউএনও, শারমিন সুলতানা। তিনি বলেন, ‘পঞ্চগড় জেলার মানুষের প্রতি জাপানের প্রতিষ্ঠানগুলোর এমন মহৎ ও উদার মানুষিকতার বহিঃপ্রকাশ দেখে আমি সত্যিই অভিভূত।

বিদেশি প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগকে সাধূবাদ জানিয়ে নিজেদের আতœতৃপ্তির কথা ওই অঞ্চলের দুস্থ মানুষরা। শীতবস্ত্র বিতরনের সময় জাপানের পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজেড)