ইতিহাস বদলে দেয়া গাড়ি

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৮

অটোমোবাইল ডেস্ক
ঢাকাটাইমস

একটি গাড়ি একটি জাতির ইতিহাস বদলে দিয়েছিল। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তকে গাড়ি কেনার স্বপ্ন দেখিয়েছিল। বলা হচ্ছে, ভারতসহ এশিয়ার বহুল জনপ্রিয় গাড়ি মারুটি ৮০০ নিয়ে।

১৯৮৩ সালের ১৪ ডিসেম্বর ভারতে এসেছিল এই আইকনিক গাড়িটি। নির্ভরযোগ্যতায় এই গাড়ির কোনো বিকল্প ছিল না। ভারতে গাড়ি দুনিয়ার ইতিহাস বদলে দিয়েছিল এই গাড়ি। দেখতে দেখতে ৩৫ এ পা দিল গাড়িটি। 

রাজীব গান্ধীর মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা ছিল মারুতি প্রজেক্ট। সেই সময় এই সংস্থার নাম ছিল মারুতি উদ্যোগ লিমিটেড। সেই সময় ভারতের রাস্তায় শুধুই হিন্দুস্তান মোটরস আর ফিয়াট ১১০০ মডেলের গাড়ি চলত। প্রিমিয়ার পদ্মিনী গাড়ির জনপ্রিয়তার পরে মারুতি ৮০০ এর সাফল্য নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। ছোট আকারে ভারতের ব্যস্ত রাস্তায় খুব তাড়াতাড়ি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল এই গাড়ি।

মারুতি ৮০০ মডেলের ওই গাড়িতে ছিল একটি ৭৯৬ সিসির ইঞ্জিন। সঙ্গে ছিল ফুয়েল ইফিশিয়েন্ট ডুয়েল ব্যারেল মাকুনি কার্বুরেটর। এই গাড়িতে সহজেই চারজন যাতায়াত করতে পারতেন।

এখনও ভারতে রাস্তায় এই গাড়ি চলতে দেখা যায়। বাংলাদেশও আছে এই গাড়ি।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এজেড)