কেটিএমের ৫০০ সিসির নতুন ইঞ্জিন

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৮

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

নতুন ৫০০ সিসির ইঞ্জিন তৈরি করছে কেটিএম। অস্ট্রেলিয়ার এই মোটরসাইকেল কোম্পানি সম্প্রতি এই তথ্য জানিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই বাজারে আসবে কেটিএমের নতুন ৫০০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন।

কেটিএম সিইও স্টেফান পিয়েরার জানিয়েছেন আন্তর্জাতিক বাজারের পাশপাশি ভারতেও এই ইঞ্জিন পাওয়া যাবে। ৫০০ সিসির এই শক্তিশালী ইঞ্জিন কেটিএম ডিজাইন করলেও ভারতে বাজাজ অটো এর দায়িত্বে থাকবে। 

আশা করা যাচ্ছে ২০২১ সালে নতুন ইঞ্জিন ব্যবহার করে প্রথম মোটরসাইকেল বাজারে আসবে।

সম্প্রতি বিশ্বজুড়ে মোটরসাইকেলে ৩০০ থেকে ৭০০ সিসির মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। অন্যতম প্রধান উদাহরণ রয়েল এনফিল্ডের দুটি নতুন ৬৫০ সিসির মোটরসাইকেল।

ভারতে কম দামে ভালো পারফর্মেন্সের মোটরসাইকেল এনে ইতিমধ্যেই গ্রাহকের মন জিতেছে কেটিএম।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এজেড)