ঝিনাইগাতীতে হাতি দিয়ে চাঁদাবাজি

শেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১১

শেরপুরের ঝিনাইগাতীর সদর হাটবাজারে হাতি দিয়ে চাঁদাবাজি হচ্ছে। বুধবার সদর হাটবাজারের ব্যবসায়ীরা এ অভিযোগ করেন।

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন, মোস্তফা ও সাগর বলেন, ‘সকাল থেকেই হাসপাতালের সামনের এলাকা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রতিটি দোকানে একটি বড় হাতি হানা দেয়। দোকানপ্রতি কমপক্ষে ১০ টাকা করে আদায় করা হয়। টাকা না দেয়া পর্যন্ত দোকানের সামনে থেকে হাতি সরানো হয় না। এভাবে টাকা আদায়ের কারণে ব্যবসায় সমস্যা হচ্ছে।’

অটোরিকশাচালক রুবেল বলেন, ‘সকালে গাড়ি নিয়ে বের হতেই হাতির সামনে আটকা পড়ি। পরে ২০ টাকা দিয়ে ছাড়া পাই।’

হাতি পরিচালনাকারী (মাহুত) জাকির বলেন, ‘একটি বড় ও একটি বাচ্চা হাতি নিয়ে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেয়া হয়। তবে টাকা নেয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নেয়া হয়।’

ইউএনও রুবেল মাহমুদ বলেন, ‘এভাবে বন্য পশু দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :