অনেক মোটা নায়িকা খুঁজছে জাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫

হলিউড কিংবা বলিউড, সব ইন্ডাস্ট্রিতেই নায়িকা হওয়ার প্রথম শর্ত শারীরিক গঠন হালকা পাতলা হতে হবে। শরীরে মেদ থাকলে চলবে না। এক কথায়, জিরো ফিগারের হতে হবে।

কিন্তু দেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নেমেছে মোটা নায়িকার সন্ধানে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেন জাজের কর্ণধার আবদুল আজিজ।

ঘোষণায় লেখা ‘নায়িকা আবশ্যক’। আবদুল আজিজ জানান, খুব শিগগির তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নতুন ছবি নির্মিত হবে। এই ছবির জন্য নায়িকা প্রয়োজন। নায়িকাকে অবশ্যই মোটা হতে হবে। বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে, উচ্চতা হতে হবে ৫.৪ ইঞ্চি।

ছবির চিত্রনাট্য অনুযায়ী একজন মোটা নায়িকা দরকার। মোটা না হলে যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন জাজ কর্তা। তবে চমকের এখানেই শেষ নয়। আবদুল আজিজ জানিয়েছেন, নায়িকা মোটা হলেও নায়ক হবেন একেবারেই চিকন।

আবদুল আজিজ জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করেন ২০১১ সালে। ২০১২ সালের অক্টোবরে তার প্রযোজিত প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ মুক্তি পায়। ওই ছবির প্রধান চরিত্রে ছিলেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। আরও ছিলেন প্রয়াত অভিনেতা রাজ রাজ্জাক।

গত ছয় বছরে ২০টি ছবি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এর মধ্যে সাতটি যৌথ প্রযোজনার ছবিও রয়েছে। যেগুলো ভারতের এসকে মুভিজের সঙ্গে প্রযোজনা করেছেন আবদুল আজিজ। তাদের অধিকাংশ ছবিরই নায়ক-নায়িকা বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি।

ঢাকা টাইমস/১৯ ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :