ময়মনসিংহে হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধা মারা গেছেন। ময়মনসিংহের ধোবাউড়ার পঞ্চনন্দপুর গ্রামে মাজেদা আক্তার সীমার সাফকাওলা দলিলকৃত কোটি টাকার জমি জোর করে বেদখল করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত রমিজা খাতুন ১২ দিন পর বুধবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

অসহায় মাজেদা খাতুনের জমি বেদখল করতে গত ৭ ডিসেম্বর শুক্রবার বিকালে বলরামপুরের মোস্তফার নেতৃত্বে আজহারুল মুন্সী, আজিজুল হক, হোসাইন, লুৎফুর রহমান প্রমুখ সাজেদার সাফকাওলা জমিতে বাউন্ডারি নির্মাণ কাজে বাধা দেন। পরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীদের আঘাতে রমিজা খাতুন, মাজেদা, সাহেরা, সাজেদা, জালাল, মহির উদ্দিনসহ ছয়জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহতদের মাঝে রমিজা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। রমিজা খাতুন দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৯ ডিসেম্বর ভোরে মারা যান।

এ ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে গত ৯ ডিসেম্বর সাতজনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেন। বর্তমানে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ওসি শওকত আলম জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :