হীরার টুকরো মাশরাফিকে ভোট দিন: প্রধানমন্ত্রী

ফরহাদ খান, নড়াইল
| আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮

মাশরাফি বিন মুর্তজাকে ‘হীরার টুকরো’ আখ্যা দিয়ে নড়াইল-২ আসনে তাকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগ প্রধান। তবে তিনি জনসভায় ছিলেন না। ঢাকা থেকে বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সে।

নড়াইল-২ আসনে মাশরাফিকে প্রার্থী করা ছিল আওয়ামী লীগের চমক। এখনো তিনি জাতীয় দলে খেলছেন এবং নির্বাচনী প্রচারের মধ্যেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেনও তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মাশরাফি একটা হিরার টুকরো। সেই হিরার টুকরোকেই আমি আপনাদের (নড়াইল জেলা) উপহার দিলাম। আপনারা নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন।’

ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন মাশরাফিও। নড়াইলবাসীকে তিনি বলেন, ‘ইনজুরির কারণে নির্বাচনী এলাকায় আসতে একটু দেরি হচ্ছে। আশা করি খুব শিঘ্রই এলাকায় এসে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব।’

এ সময় নড়াইল-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির জন্যও ভোট চান প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি নড়াইলের দুটি আসনের এমপি ছিলাম। এ দুটি আসন আমার। নড়াইলও আমার জেলা। তাই গোপালগঞ্জের যা যা উন্নয়ন হয়েছে সব আপনাদের (নড়াইলবাসী) দিয়ে দিলাম।’

নড়াইল জেলার উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

বিএনপি-জামায়াতের লোকজন আওয়ামী লীগের ব্যাচ পরে, যেন কোনো ‘দুর্ঘটনা’ ঘটাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতেও অনুরোধ করেন ক্ষমতাসীন দলের প্রধান।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ আইয়ুব আলী, সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিস্বাস প্রমুখ। জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :