বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হয়েছেন হাবীবুল্লাহ সিরাজী। তিনি শামসুজ্জামান খানের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে একাডেমি সূত্রে জানা গেছে।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ২৬ (৩) ধারা অনুযায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্ম নেন। তিনি ৩২টি কবিতার বই লিখেছেন। কবিতার পাশাপাশি উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথাও লিখেছেন।  ২০১৬ সালে এই কবি একুশে পদক পান। ১৯৯১ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এমএম/জেবি)