শিব সেনাদের তোপের মুখে নাসিরুদ্দিন শাহ

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৭

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

গরু নিয়ে মন্তব্য করে শিব সেনাদের তোপের মুখে পড়েছেন বলিউডের গুণি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি ভারতের বুলন্দ শহরে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা খুন হন। কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও এই খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও বার্তায় মন্তব্য করেন, ‘এদেশে গরুর মূল্য একজন পুলিশ কর্মকর্তার প্রাণের চেয়েও বেশি। গো-হত্যায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ কর্মকর্তার খুনিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’

অভিনেতা আরও বলেন,‘ভারতে সামনে এমন দিন আসছে যেদিন বিক্ষুব্ধ জনতার ভিড় আমার সন্তানদের ঘিরে ধরে জিজ্ঞাসা করবে, তারা হিন্দু নাকি মুসলমান। আমার সন্তানরা সেদিন কোনো জবাবই দিতে পারবে না। কারণ ওদের আমরা কখনো ধর্মীয় শিক্ষা দিইনি।’

এখানেই শেষ নয়। গোটা ভারতীয় সমাজে এক ধরনের বিষ ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘এই ভয়াবহ জিনকে আবার বোতলবন্দি করা মোটেই সহজ হবে না। যারা আইনের অপব্যবহার করছেন, তারাই কলার উঁচিয়ে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন।’

নাসিরু্দ্দিনের এমন মন্তব্যে বেজায় চটেছে ভারতের রাজনৈতিক মহল। শিব সেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত অভিনেতার এই মন্তব্যকে ‘ব্লান্ডার’বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নাসিরুদ্দিনের আশঙ্কা যদি কখনো সত্যিও হয়,তাহলে তার সন্তানদের তো জোর গলায় বলা উচিত তারা ভারতীয়। এতে ভয়ের কী আছে!’

অন্যদিকে রাজ্যসভার সাংসদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভাবাদর্শী রাকেশ সিনহা বলেন, ‘এই মন্তব্যতেই স্পষ্ট নাসিরুদ্দিনের চিন্তাভাবনা কতটা নিম্নগামী। সন্তান ও পরিবারকে নিয়ে যদি তার এতই চিন্তা, তাহলে আগে রোহিঙ্গাদের বলুন দেশ ছেড়ে বেরিয়ে যেতে।’

কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির আচরণ নিয়ে মন্তব্য করেও তোপের মুখে পড়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কোহলিকে তিনি বিশ্বের সবচেয়ে উগ্র ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছিলেন। কোহলি এই মন্তব্যের প্রতিবাদ না করলেও তার হয়ে জবাব দিয়েছিলেন ভক্তরা।

ঢাকা টাইমস/২০ ডিসেম্বর/এএইচ