ফরিদপুরের জেলা প্রশাসককে উড়ো চিঠিতে হত্যার হুমকি

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে উড়ো চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে পাঠানো অজ্ঞাতনামা ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতি করার হুমকি দেয়া হয়।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, খামের ওপরে ‘গোপনীয়’ লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে বৃহস্পতিবার তার হাতে পৌঁছে। লাল ও সবুজ কালিতে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করতে গোয়েন্দা সংস্থাকে দেয়া হয়েছে।

তিনি জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
তবে তিনি জানান, নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই চিঠিতে তিনি মোটেও বিচলিত নন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিবেদক/এআর)