পর্তুগালে বাংলাদেশি সংবাদকর্মীদের মতবিনিময়

পর্তুগাল প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪

বাংলা প্রেসক্লাব পর্তুগালের উদ্যোগে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বেঙ্গল রেস্টুরেন্টে বাংলাদেশের সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগাল সফররত সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ইকবাল মাহমুদের সঙ্গে পর্তুগালের সংবাদ কর্মীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাহবুব সুয়েদের সভাপতিত্বে এবং সাংবাদিক জহুর উল হকের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিল রানা তসলিম উদ্দিন।

এসময় কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বাশার বাদশাহ, তাহের আহম্মেদ, আবুল কালাম আজাদ, আব্দুল রাজ্জাক, শাহাদাৎ হোসেন, শাহীন সায়ীদ, মিজানুর রহমান, সরদার আহমেদ রায়হান, শাহজাহান নাছির, রাসেল, রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ, সদস্য সচিব নাঈম হাসান পাভেল, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, তৌহিদ ইসলাম এনিসহ সকল সাংবাদিক, লেখক, ব্লগারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ইকবাল মাহমুদ তার বক্তৃতায় বলেন, প্রবাসী সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সুবিধা অসুবিধা আরো বেশি বেশি তুলে ধরতে হবে। প্রবাসে নিজেদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। অভিবাসী হিসেবে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।

অনুষ্ঠানে ফ্রান্স থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন বাংলা ভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ।

ঢাকা টাইমস/২১ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :