সিলেটের জামিয়া গহরপুরের ৬২তম মাহফিল সম্পন্ন

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০১

ঢাকাটাইমস ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গহরপুরী প্রতিষ্ঠিত জামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শুক্রবার ফজর পর্যন্ত এ মাহফিলের কার্যক্রম চলে।

মাহফিলে নসিহত পেশ করেন দারুল উলূম দেওবন্দের শিক্ষাসচিব মাওলানা আফজাল হুসাইন কাইমুরী (ভারত), জামিয়ার শাইখুর হাদীস মাওলানা আব্দুস সাত্তার (হেমু), মাওলানা সাদ উদ্দিন (বাদেশ্বরী), গলমুকাপন মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুস শহিদ (গলমুকাপনী), মতিনিয়া হেতিমগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম ছিরামপুরী, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, সিলেট জেলা বেফাকের সহ-সভাপতি মাওলানা নজমুদ্দিন কাসেমী, সিলেট জেলা বেফাকের সেক্রেটারি মুফতি আবুল হাসান (জকিগঞ্জি), মাওলানা সাইফুল ইসলাম (কাতার), বিশিষ্ট দায়ী মাওলানা মুসআব (ফিলিপাইন), মাওলানা আব্দুর হাই বাহুবলী প্রমুখ।

মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস, শফি আহমদ চৌধুরী, উসমান আলী, হাফিজ মাওলানা আতিকুর রহমানসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাইখুল হাদিস আল্লামা গহরপুরীর ভক্ত, মুরিদরা মাহফিলে উপস্থিত থেকে নসিহত শ্রবণ করেন। জামিয়ার মুহতামিম ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সহ-সভাপতি মাওলানা হাফেজ মুসলেহুদ্দিন রাজুর সভাপতিত্বে দিবারাত্রির এ মাহফিলে দেশের বিশিষ্ট আলেমরা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)