যশোর-২ আসনের ধানের শীষ প্রার্থী গ্রেপ্তার

যশোর প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮ | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রার্থী ও যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসাইনকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল শহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু সাঈদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাদের ঝিকরগাছা শহরের বাসভবনে একদল হেলমেটধারী দুর্বৃত্তরা হামলা চালায়। তারা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত যানবাহনের ছবি বৃহস্পতিবার রাতেই নিজের ফেসবুকে আপলোড করেছিলেন আবু সাঈদ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আবু সাঈদ আগের একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি। শুক্রবার দুপুরেই তাকে যশোরের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার আবু সাঈদ যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তার দল জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় একাদশ জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।

ঢাকা টাইমস/২১ ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :