নীলফামারী-১: জাতীয় পার্টির ভুয়া প্রার্থী আটক

নীলফামারী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ১৬:১৭

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রতীক লাঙ্গলসহ পোস্টারিং করায় এক ভুয়া প্রার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মজির উদ্দিনের ছেলে পিয়ারুল ইসলাম বাবুকে তার বাড়ি থেকে আটক করা হয়।

এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। কিন্তু পিয়ারুল ইসলাম বাবু দলের চেয়ারম্যান এরশাদের ছবি ও লাঙ্গল প্রতীকসহ নিজের নামে পোস্টারিং করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার ডিমলা উপজেলা জাপা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ রাতেই তাকে আটক করেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঢাকা টাইমসকে ভুয়া প্রার্থী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :