‘নৌকায় ভোট দিলে চরাঞ্চলেও শহরের সুবিধা’

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

আওয়ামী লীগ সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। এই সরকার ক্ষমতায় থাকলে শহর, গ্রাম ও চরাঞ্চল সবখানে প্রচুর উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকার চরাঞ্চলে গত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রচুর উন্নয়নকাজ এখনও চলছে। চরবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাতে নৌকা প্রতীকে ভোট দেয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন মন্ত্রী।  

শুক্রবার বিকালে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার মোশরারফ বলেন, ‘সোলার প্যানেলের মাধ্যমে ইতিমধ্যে চরবাসীর ঘরে ঘরে আলো জ্বালানো হয়েছে। চর এলাকায় শুরু হয়েছে তিনটি সেতু নির্মাণের কাজ। এ তিনটি সেতু নির্মিত হলে চর এলাকার মানুষদের ফরিদপুর শহরে আসতে হলে আর নৌকা কিংবা ট্রলার লাগবে না। তারা যানবাহনেই শহরে সরাসরি চলে আসতে পারবেন।’

নৌকার প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শুধু দেশরই নয় চর এলাকারও উন্নয়ন হয়। আগামীতে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে চর আর চর থাকবে না। শহরবাসীর মতো সব সুযোগ-সুবিধা এখানকার লোকজনও ভোগ করতে পারবে। কেউ আর চরের মানুষদের ‘চইড়া’ বলে সম্বোধন করতে পারবে না।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের সামনে অনেক কার্যক্রম রয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে এ দেশ পরিণত হবে উন্নত দেশে। এটা সম্ভব হবে শুধু শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে। তাই সামনের নির্বাচনে আমাদের ভুল করলে চলবে না। প্রত্যেকের প্রতিটি ভোটই মূল্যবান।’

চরাঞ্চলের ভোটারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অনেকেই নানা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু কারও মিথ্যা কথায় কান দেবেন না। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার পুনরায় প্রতিষ্ঠার জন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে।’

মমিনখাঁর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিন মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লা, চর মাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা আদা প্রমুখ।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)