ভোট চুরির পাঁয়তারা করছে আ.লীগ : এ্যানী

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৫ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৭

লক্ষ্মীপুর-৩ সদর আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘ভোটের আগের রাতে ও ভোটের দিন পুলিশের সহযোগিতায় ভোট চুরির পাঁয়তারা করছে আওয়ামী লীগ। তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। শেখ হাসিনার রক্তচক্ষুকে দেশের জনগণ ভয় করে না। ভয় দেখিয়ে লাভ নেই।’

আজ শনিবার সকালে নিজ নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ্যানী।

তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যা শুরু হতে না হতেই শহর ভূতরে পরিণত হয়। অনিয়ম রুখতে প্রতিটি ভোট কেন্দ্র পাহারায় থাকবে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা।

এসময় তিনি অভিযোগ করেন প্রতিপক্ষ নৌকার প্রার্থীর পক্ষে সাবেক যুবলীগ নেতা শেখ জামাল রিপন, বায়োজিদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিসানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীর লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। নেতা-কর্মীদের ভয়ভীতি ও এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকি-ধামকি দিচ্ছে।

বিএনপির নেতা এ্যানী বলেন, ‘যেখানে হামলা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হবে। কিন্তু সেটা না করে বরং থানার ওসি ও প্রশাসনকে চাপ দিয়ে বিনা ওয়ারেন্টে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রাখছে পুলিশ।’ নির্বাচন কমিশন থেকে বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশও মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।

অনতিবিলম্বে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রশাসনের নিকট জোর দারি জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায়দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়া, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা।

ঢাকা টাইমস/২২ ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নুর

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এই বিভাগের সব খবর

শিরোনাম :