সিরাজগঞ্জ-২

‘ভোটের পরিবেশ অশান্ত করার চেষ্টায় বিএনপি’

সিরাজগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৩

সিরাজগঞ্জ-২ (সদরে একাংশ ও কামারখন্দ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, ‘দেশে নির্বাচন এলেই শান্ত পরিবেশ অশান্ত করে বিএনপি। এবারও তারা সেই চেষ্টা করছে। তারাই আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি চালিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।’

শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

হাবিবে মিল্লাত বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা খন্তা, শাবল, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের সঙ্গে ধানের শীষ লাগিয়ে প্রচার মিছিল করছে। ধানের শীষের নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রচারে বাধা, হামলা ও কর্মীদের মারপিটের ঘটনা ঘটাচ্ছে। গত কয়েক দিন আমাদের ১০/১২ জন কর্মীকে মারপিট করেছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।’

নৌকার প্রার্থী বলেন, ‘দীর্ঘ ১০ বছর শান্তিতে ঘুমিয়েছে সিরাজগঞ্জের মানুষ। আমরা সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ করেছি। মাদক কমিয়েছি। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। অথচ তারা ১০ বছরে মানুষের কাছে না গিয়ে শুধু সন্ত্রাসী কর্মকা- চালিয়ে গেছে। জনগণের কাছে সাড়া না পেয়ে নির্বাচনে জয়ের জন্য নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি।’

সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান, প্রার্থীর স্ত্রী মিসেস শারিতা মিল্লাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :