নিষ্ক্রিয় বিএনপির মতলব খারাপ: খন্দকার মোশাররফ

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:০৬

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

ভোটের মাঠে নেমেও প্রচার-প্রচারণায় সক্রিয় না হওয়ার পেছনে বিএনপির মতলব ভালো না বলে মনে করেন ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচন অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে সেটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেই পরিবেশ কেন সৃষ্টি হচ্ছে না তা আমার বোধগম্য নয়। ফরিদপুরে বিএনপি প্রচার প্রচারণায় যেভাবে নিষ্ক্রিয় রয়েছে তাতে আমার সন্দেহ হয় ভেতরে ভেতরে তারা কোনো খারাপ মতলব পাকাচ্ছে কি না। তা না হলে শহরে কোনো পোস্টার লাগাচ্ছে না, আবার ভোটও চাইতে নামে না। উল্টো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ দিচ্ছে, তাদের নাকি আমরা প্রচারণা চালাতে দিচ্ছি না। আমি এমন নির্বাচন চাই না।’ 

রবিবার সকালে ফরিদপুর শহরের বদরপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের স্বার্থে আমি বলছি, বিএনপির লোকজন যখন ভোট চাইতে মাঠে নামবে আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের সেখানে যেতে দেব না। তবুও তারা যেন নির্বাচনের মাঠে থাকে। যদি প্রয়োজন হয় আমি আমার লোকজন দিয়ে তাদের জন্য মঞ্চ করে দেব, তারা মিটিং করুক। প্রয়োজনে লোকজন দিয়ে তাদের ভোট চেয়ে দেব, আমি তাতেও রাজি আছি।’

মন্ত্রী বলেন, ‘ফরিদপুরে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন ইউসুফ নামে আমার এক নেতাকে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি তাকে দেখতে পর্যন্ত যাইনি যাতে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হয়ে যায়। তারা কী কারণে অনর্থক নালিশ করে বেড়াচ্ছে? এখনো সাত দিন সময় আছে, নিয়মনীতি মেনে তারা তাদের প্রচারণা চালাক। আমি চাই না নির্বাচনের পরে এমন কথা উঠুক যে আমরা তাদের মাঠেই নামতে দিইনি।’   

এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ,  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের উদ্দেশে এ কে আজাদ বলেন, ‘আমরা ব্যবসায়ীরা চাই আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসুক। পদ্মা সেতু, বিশেষ ইকোনমিক জোনসহ সারাদেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি হয়েছে এই সরকারের আমলে। বিপরীতে এদেশের জন্য বিএনপির কী কনট্রিবিউশন ছিল তা সবাই জানে। তারা এদেশের কোনো উন্নতি করতে পারেনি। যে কারণে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটাই ব্যবসায়ীদের প্রত্যাশা।’ 

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/জেবি)