পটুয়াখালীতে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

পটুয়াখালী প্রতিবেদক

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পটুয়াখালীর সব আসনের প্রার্থী, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা, মামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শনসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী প্রার্থীদের অভিযোগগুলো শুনে তা সমাধানের আশ্বাস দেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেন তিনি।

পটুয়াখালী জেলায় চারটি সংসদীয় আসন। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।