চান্দিনায় বিএনপি-এলডিপির ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এলডিপির ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি করেন উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক এবং মাধাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম।

চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ। এখানে নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশরাফ।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুিিট ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করে চান্দিনা থানার পুলিশ।

পরে রাত সাড়ে ১২টায় উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক এবং মাধাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম বাদী হয়ে বিএনপি ও এলডিপির ৬৩ জনের নাম উল্লেখ করে এবং ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুল হালিম মেম্বার বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনায় তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :