‘এবারের নির্বাচন স্বাধীনতার স্বপক্ষ-বিপক্ষের’

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস

‘প্রথমদিকে মনে হয়েছিল, এবারের নির্বাচন সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু কয়েকদিনের  মধ্যেই পরিষ্কার হয়ে গেছে যে, এটি স্বাধীনতার স্বপক্ষের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ।  

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। রবিবার বিকালে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ খান।

কাজী জাফরউল্লাহ বলেন, ‘যারা দেশকে ভালবাসেন, তারা ঐক্যবদ্ধ হয়েছেন। এদেশের শান্তি যারা বিনষ্ট করতে চান, তারাও ঐক্যবদ্ধ হয়েছেন। তাই আমাদের সচেতন হতে হবে। কোনো মিথ্যা প্ররোচনায় নৌকার বিজয় নস্যাৎ হতে দেওয়া যাবে না।’

জনসভার বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে আজাদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ফের প্রধানমন্ত্রী হতে পারলে পদ্মা সেতু ও শিল্প-কারখানা হবে। কারিগরি কলেজ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’

‘আগামীতে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের কোটি কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব।’

জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কাজী সফিউদ্দিন, হায়দার হোসেন, বেলায়েত হোসেন রুবেল, শহিদুল ইসলাম প্রমুখ।
কাজী জাফরউল্লাহর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার জাফরউল্লাহ, যুবলীগ নেতা শায়েদিদ গামাল লিপু, আব্দুল কাউসারসহ আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতারা জনসভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিবেদক/এআর)