ভোট চেয়ে জাবিতে ছাত্রদলের মিছিল

প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:৩০

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

ধানের শীষে ভোট চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,  ‘নতুনদের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষেই হোক’ স্লোগান সম্বলিত ব্যানারে মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদল নেতা আব্দুল কাদের মারজুকের নেতৃত্বে মিছিলটি আজ সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা শাখা ছাত্রদল আব্দুর রহিম সৈকতের অনুসারী বলে জানা গেছে।

এসময় নির্বাচনের আগে দেশনেত্রী খালেদা জিয়াকে  মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান ছাত্রদল নেতা-কর্মীরা।

এক্ই সাথে জাবি শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সম্পাদক আব্দুর রহিম সৈকতসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আগহ্বান জানানো হয়।

ক্যাম্পাসে যাতে সব দল সমানভাবে অবস্থান করতে পারে তার সেজন্য জাবি প্রশাসনের প্রতি দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মিছিলে ছাত্রদল কর্মী সেলিম রেজা, আবু হেনা, সাইফুল্লাহ সাইফ, জুয়েল আহমেদ, মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 ঢাকা টাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/ওআর