সিনহার গাড়িতে হামলা, আ.লীগের ক্যাম্প পোড়ানোর অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০৪

মুন্সীগঞ্জে-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজান সিনহাসহ তার চার কর্মচারী আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে গ্রামের বাড়ি লৌহজং যাওয়ার পথে টঙ্গীবাড়ী উপজেলার বাহেরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার পর মিজান সিনহাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি রাজধানীর বাড়িতে ফিরেছেন।

আহত মামরুল, সোলাইমান, আব্দুল মতিন, স্পপনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফীজ আল আসাদ বারেক ঢাকা টাইমসকে বলেন, একই দিন রাতে উপজেলার শিমুলিয়া, মুটুকপুর, চিত্রকরা, তৈলকাই, দরজারপাড় আওয়ামী লীগের ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তবে মিজান সিহনহার গাড়িতে কারা হামলা করেছেন তা বলতে পারব না। ঘটনাটি সকালে শুনেছি। তাদের নিজেদের অন্ত:কোন্দলের কারণে এর আগে নিজেদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সংঘর্ষ বেধেছিল বলে তিনি জানান।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, জানতে পেরেছি রাতে সাড়ে১১টার থেকে ১২টার মধ্যে কয়েকটি মোটরসাইকেল ও একটি পিকআপ যোগে ধানের শীষ স্লোগান দিয়ে উপজেলার কয়েকটি আওয়ামী লীগ ক্যাম্পে আগুন দেওয়া ঘটনা ঘটে।

রাত সাড়ে ১২টায় মিজান সিনহা গাড়িবহন নিয়ে স্লোগান দিতে দিতে নিজ এলাকায় ফিরছিলেন। এসময় স্থানীয়রা গাড়ি দুটিকে থামাতে বলে। গাড়ি না থামালে উত্তেজিত জনতা গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে স্থানীয়রা দেখতে পায় ওই গাড়িতে মিজান সিনহা রয়েছে। এ ব্যাপারে আমরা কোনো অভিযোগ পাইনি।

ঢাকা টাইমস/২৪ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :