জাপানে প্রবাসীদের বিজয় দিবস পালিত

হাসিনা বেগম রেখা, জাপান
 | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৮, ২০:২২

জাপানে মহান বিজয়ের ৪৮তম দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালনে জাপান প্রবাসীরা আয়োজন করেছিল এক আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

রবিবার টোকিওর কিতা সিটি বিভিও হলে আয়োজিত বিজয় দিবসের আয়োজনটি আয়োজন করে ছিল বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি ইন জাপান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসেছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজিত কুমার বড়ুয়া।

বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি ইন জাপান-এর সভাপতি এ.বি.এম রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি ইন জাপান প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপদেষ্টা সুখেন চন্দ্র ব্রহ্ম।

জুয়েল আহসান কামরুল-এর উপস্থাপনায় বিজয় দিবসের তাৎপর্যে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ.আর. কামন, আব্দুল হাইয়ুল, চৌধুরী হুসাইন মুনীর, সহিদুল ইসলাম নান্নু, সুনীল রায়, মুনশী কে. আজাদ, মীর রেজাউল করীম রেজা, খোন্দকার আসলাম হিরা, সুখেন ব্রহ্ম, অজিত কুমার বড়ুয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :