‘বঙ্গবন্ধুর দলই পারে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে’

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

‘আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকই পারে দেশের ও মানুষের ভাগ্য উন্নয়ন করতে। এ কারণেই ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আবারও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে নিজেদের প্রয়োজনে।’

সোমবার রাতে ফরিদপুর শহরের লক্ষীপুর রেল স্টেশন এলাকায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, ‘ফরিদপুরে বিভাগ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় চাইলে নৌকায় ভোট দিন। নৌকাই পারে আমাদের সকলের জীবন মানের পরিবর্তন করতে।’

‘গত দশ বছরের ফরিদপুরে মানুষের যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে হলে আবারও নৌকাকে বেছে নিয়ে ভোট দিতে হবে। দীর্ঘদিনের অবহেলিত অঞ্চলকে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা উন্নত জনপদে পরিণত করেছি। এখন সময় এসেছে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে ফরিদপুরের চারটি আসন নেত্রীকে উপহার দেওয়া। ’

সভায় বক্তব্য দেন ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর পৌরসভার কাউন্সিলার নাফিজুল ইসলাম তাপস প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :