মাগুরায় আ.লীগের মিছিলে হামলা, আহত ১০

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪৭

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস

মাগুরা-২ আসনে সোমবার রাতে শালিখা ও মহম্মদপুরে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদারের ৪ টি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।  এছাড়া নির্বাচনী মিছিলে হামলা ও বোমাবাজির ঘটনায় ১০ আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শালিখার চতুুরবাড়ীয়া গ্রামের আওয়ামী লীগকর্মী লিটন হোসেন অভিযোগ করেন, গতরাত ৮ টার দিকে শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারে নির্বাচনী  মিছিল করছিল আওয়ামী লীগের  নেতাকর্মীরা। এসময় পেছন থেকে হামলা চালায় বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরীর সমর্থকরা। তারা মিছিলে একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। বিএনপি কর্মীরা পিটিয়ে ও কুপিয়ে আওয়ামী লীগের কমপক্ষে ১০ কর্মীকে আহত করে। 

হামলায় আতহদের মধ্যে গুরুতর জখম অবস্থায় ভুট্ট মিয়া (৩৫) ও আক্তার হোসেন (২৫) নামে দুইজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মহম্মদপুর উপজেলা আয়ামী লীগের যুগ্মসম্পাদক কামরুল ইসলাম অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ও বাবুখালী ইউনিয়নে আওয়ামী লীগের তিনটি নির্বাচনী অফিসে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ বিএনপির সমর্থকরা। 

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন ও শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম ঘটনার সত্যাতা স্বীকার করেছেন। তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/ওআর