গোপালগঞ্জ-২

শেখ সেলিমের আসনে প্রচারনায় নামল ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৪:২৬

অবশেষে প্রচারে নেমেছেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। প্রতীক বরাদ্দের পর আজ মঙ্গলবার সকালে প্রথম গণসংযোগ করলেন ধানের শীষের এই প্রার্থী।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দলের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

আজ বেলা ১১টায় শহরের গেটপাড়া এলাকায় বিএনপির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন সিরাজ। তার সঙ্গে ছিলেন স্ত্রী লিপি ইসলাম, গোপালগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলমগীর ফকির, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম , জেলা মহিলা দলের আহ্বায়ক নাসরিন আক্তার।

পরে তারা সদর উপজেলার ভোড়ার বাজার, পশ্চিম আড়পাড়া এতিমখানা মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

গোপালগঞ্জ বরাবরই নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনী ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান থাকে অনেক বড়।

তবে এবার ভোট বাড়বে বলে আশা করছেন ধানের শীষের প্রার্থী সিরাজ। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রাম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি। ভোটাররা আমাকে আশ্বস্ত করেছে। আশা করি অন্যবারের তুলনায় এবার ধানের শীষ মার্কায় বেশি ভোট আসবে।’

জেলার অন্য দুটি আসনের মধ্যে গোপালগঞ্জ-১ সংসদীয় এলাকায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এবং গোপালগঞ্জ-৩ আসনে দলের সভাপতি শেখ হাসিনা নৌকার প্রার্থী। এই দুই আসনে বিএনপির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রার্থী বা সমর্থক প্রচার-প্রচারণায় নমেননি। টাঙ্গাননি কোনো পোস্টার কিংবা ব্যানার।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :