পর্তুগালে আ.লীগের নির্বাচনী প্রচারণা সভা

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭

রনি মোহাম্মদ,পর্তুগাল

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা সভা করেছে আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা হয়।

সংগঠনের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে বাংলাদেশি প্রবাসীদের কাজ করার আহবান জানান।

দেশে উন্নতি অব্যাহত রাখার জন্য, জাতি-দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শাহাজান, সিনিয়র সহসভাপতি জনাব মুহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম রিপন, মুহাম্মদ আলা উদ্দীন, মামুন আহম্মদ, মুহাম্মদ আলম, পর্তুগাল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, দীন মোহাম্মদ রাজন, আহম্মেদ পাপলু, গোলাম সরওয়ারসহ আরো অনেকে।

নিবার্চনী সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আবু হেনা চৌধুরী, ইকবাল চৌধুরী, আলী হোসেন, রাসেল চৌধুরী, সোহেব ভূঁইয়া, জাহিদ কাইছার, আশরাফুল আলম, জিয়া উদ্দীন, এমরান ভূঁইয়া, মিন্টু কুমার, ফজলুল হক খান, তানভীর আলম, জোবায়ের হোসেন, মানিক, আরিফ, শাহিন, হাসান কোরাইশি, নওসাদু রহমান ইমন, সোহেল রানা, রিজভি খান, আবু সুফিয়ান রাফি, আহম্মেদ ইয়ামিন, রাফসান রানা, ফরিদুল ইসলাম, সাজু আহম্মেদ, মারুফ আহম্মেদ, সাকির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এলএ)