পার্থর বিরুদ্ধে মামলার প্রস্তুতি ফারুকের

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১০ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮

ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়ক ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি লড়ছেন ঢাকা-১৭ আসনে। এই আসনে বিএনপির প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি ফারুকের বিরুদ্ধে ঋণ খেলাপীর অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের জন্য আদালতে রিট করেছেন। এই ঘটনায় বিস্মিত ফারুক।

কিন্তু তিনিও দমবার পাত্র নন। বুধবার সকালে নায়ক ঢাকা টাইমসকে বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে উনার মাথা নষ্ট হয়ে গেছে। যার কারণে এই সমস্ত কর্মকাণ্ড করছেন। আমার লোক আদালতে গেছে। আমি আইনি প্রক্রিয়ায়ই সমস্ত কিছুর জবাব দিতে চাই।’

কোনো ব্যাংক একটি টাকাও পাবে না উল্লেখ করে ফারুক বলেন, ‘আমার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকলে পার্থ এই অভিযোগ আনতেন না। তিনি এমন একজন নেত্রী যে সারা জীবন ক্লিন ইমেজের রাজনীতি করে গেছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগে প্রার্থীর অভাব নেই যে শেখ হাসিনা একজন ঋণখেলাপীকে মনোনয়ন দেবেন। সব কিছু যাচাই বাছাই করেই তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার কাছে কেউ একটা পয়সাও যদি পেত তাহলে নেত্রী আমাকে মনোনয়ন দিতেন না।’

বিএনপি প্রার্থী আন্দালিব রহমান পার্থর বিরুদ্ধে মানহানি ও মিথ্যেবাদিতার মামলা করবেন জানিয়ে ফারুক বলেন, ‘নালিশি রাজনীতিতে আমি কখনও আস্থা রাখিনি আমি। তিনি ভোটের মাঠে আমার সঙ্গে জিততে পারবেন না জেনেই এরকম বিতর্ক সৃষ্টি করছেন। উনি যেই দেখেছেন শুধু চলচ্চিত্রের মানুষই নয় এই আসনের সমস্ত জনগণ আমার প্রচারণায় নেমেছে, তখনই এসব শুরু করে দিয়েছেন। উনি তো (পার্থ) আমার ছেলের বয়সী। তাই পরামর্শ দেই, বক্তৃতাবাজি করে নেতা হওয়া যায় না, জনগণের সঙ্গে সম্পৃক্ততা রাখতে হয়।’

ফারুকের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত অবকাশকালীন দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করেন পার্থ। আজ বুধবার সেই রিটের শুনানির দিন ধার্য করেছে আদালত।

ঋণখেলাপি হওয়ার পরেও নির্বাচন কমিশনে তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন পার্থের আইনজীবী সাজেদ শামীম।

রিট আবেদনে ফারুকের মনোনয়ন স্থগিতের পাশাপাশি নির্বাচন কমিশনে তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানাতে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়।

ঢাকা টাইমস/২৬ ডিসেম্বর/আরআর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :