গোপালগঞ্জ-১: লিফলেট দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৩২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী  এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ‘আকুল আবেদন’-এর একটি লিফলেট বিতরণ করেছেন।

দলের মনোনয়নবঞ্চিত অংশের হামলায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে এত দিন প্রচারণা চালাতে পারেননি, তাই এই লিফলেটের আশ্রয় নিয়েছেন তিনি। ওই হামলায় আহত তার ছেলে একন সিঙ্গাপুরে চিকিৎসাধীন।

বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি হয়ে তার পরিবারের সদস্যদের জনসেবার কথা উল্লেখ করে শরফুজ্জামান বলেন, তিনিও গত ৪০ বছর ধরে জনগণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

তার ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে ধানের শীষের প্রার্থী বলেন, বিএনপির গুলশান কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন হাতে পেয়ে বের হওয়ার সময় হামলা করে একটি পক্ষ। দলের লোকজন তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর তাকে চিকিৎসকরা সম্পূর্র্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ছেলে ওয়াহিদ লুৎফুজ্জামান সিঙ্গাপুরের গ্লেনিগলস হাসপাতালে পাঠানো হয়, এখনো  সেখানে চিকিৎসাধীন। এই কারণে নির্বাচনী এলাকায় এসে প্রচার প্রচারণা করা সম্ভব হয়নি তার। তাই তিনি ভোটারদের কাছে লিফলেটের মাধ্যমে এই ভোটের আবেদন করেন।

শরফুজ্জামান বলেন, ‘আপনারা এই মানবিক দিকটি বিবেচনা করে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলার গণতন্ত্র পুনরুদ্বার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুমুক্তি কামনায় আকুল আবেদন করছি।’

শরফুজ্জামান ও তার ছেলে ওয়াহিদ লুৎফুজ্জামান মনোনয়নপত্র বিলির দিন বিকালে গুলশানে বিএনপির অফিসের সামনে মনোনয়নবঞ্চিত কিছু লোকের হাতে মারপিটের শিকার হন। এতে বাবা ও ছেলে মারত্মক অসুস্থ হয়ে জ্ঞান হারান।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/মোআ)