রোমে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘রসই’

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:২২

ইতালি প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন রসই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ইতালি রোমে বাংলা অধ্যুষিত এলাকায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের দুই স্বত্ত্বাধিকারীসহ বাংলাদেশ কমিউনিটি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, এম এ রব ফকির, আব্দুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী বাচ্চু, আবু তাহের, লুৎফর রহমান, মুজিবুর সিকদার, অলি উদ্দিন শামীম, নয়না আহমেদ, মাহাবুব প্রধানসহ আরো অনেকেই।

রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী ডিন মোহাম্মেদ বলেন, সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হবে। আশা করি আমরা মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশি নানারকম খাবার পরিবেশনের মধ্যদিয়ে স্বদেশীয় খাবারের ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করব।

উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :