মাস্টার্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু ৭ জানুয়ারি

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ৭ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে (ক) মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, (খ) ভর্তি বাতিল করেছে, (গ) যেসকল প্রার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :