সব বাধা উপেক্ষা করে কেন্দ্রে আসুন: ফখরুল

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২০:১২ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২

নির্বাচনের দিন সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে বলেছেন, ক্ষমতাসীনরা এজন্য নির্বাচন বানচালের চেষ্টা করছে।

বুধবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘প্রতিদিন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে জুলুমবাজ ও মিথ্যাবাদী সরকার। মিথ্যা অপবাদে খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে অসুস্থ করা হয়েছে। তাই তাকে মুক্ত করতে হলে ধানের শীষ বিজয়ী করতে হবে।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব বাধা উপেক্ষা করে আগামী ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে আসতে হবে। ওইদিন আপনাদের ভোট নির্ধারণ করবে স্বাধীনতা থাকবে কি না। নায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে কি না?’

বিএনপি মহাসচিব বলেন, ‘৩০ ডিসম্বের সকাল থেকে সারাদিন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে এবং কেন্দ্র পাহারা দিতে হবে। ফল নিয়ে বাড়ি ফিরতে হবে। কারণ দেশের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়েই এ পরিবর্তন আনতে হবে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এতদিন মার খেয়েছেন, এখন একদিন লড়াই করুন। কারণ আসল খেলা ওইদিন হবে।’

মান্না বলেন, ‘পুলিশ কর্মকর্তারা ড. কামাল হোসেনের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন। এতে বোঝা যায়, পুলিশ একটু ভালো হয়েছে। র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই আমাদের সন্তান। আপনারা চাই সবাই জনগণের পক্ষে নিরপেক্ষ থাকুন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজের ভোট দিয়ে কেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ ভোট চুরি করতে না পারে। যত গ্রেপ্তার করা হচ্ছে মানুষ ততই বাড়ছে। তাই কোনো লাভ হবে না। আমরা শেষ খেলা খেলব, দেখি সরকারের কত জোর আছে।’

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে ও মহিলা দল নেত্রী নাজমা আক্তারের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, শহর সভাপতি মাহবুবর রহমান বকুল, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, যুবদল নেতা খাদেমুল ইসলাম, ছাত্রদল নেতা আবু হাসান ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :