এলো ইলেকট্রিক ওয়াগন

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:১০

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

‘ওয়াগন আর’ মডেলের ইলেকট্রিক ভার্সন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মারুতি সুজুকি। ভারতের রাস্তায় সম্প্রতি এই গাড়ি চলতে দেখা গেছে। ৫০টি ইলেকট্রিক ওয়াগন আর গাড়ি নিয়ে চলছে এই পরীক্ষা। এই গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়েছে। টয়োটার এবং তোশিবার সঙ্গে একজোট হয়ে এই গাড়ির ব্যাটারি তৈরি করেছে মারুতি সুজুকি।

ভারতে ইলেকট্রিক গাড়ি পরীক্ষামূলকভাবে চালাচ্ছে প্রতিষ্ঠানটি। অক্টোবর মাসে এই ইলেকট্রিক গাড়ি পরীক্ষার কথা ঘোষণা করেছিল কোম্পানি। এবার রাস্তায় মারুতি সুজুকি ওয়াগন আর ইলেকট্রিক গাড়ি চলতে দেখা গেল।

সাধারণত পরীক্ষার সময় রাস্তায় নামলে গাড়ির ওপরে রঙ করে ঢেকে রাখা হয়। তবে রাস্তায় পরীক্ষার সময় এই গাড়ি কোনোভাবে ঢাকেনি মারুতি সুজুকি। বরং প্রকাশ্যে চলছে টেস্টিং। পরীক্ষামূলক এই গাড়ির ওপরে ‘ইলেকট্রিক ভেইকেল’ কথাটি লেখা রয়েছে। ২০২০ সালে বাজারে আসবে ইলেকট্রিক ওয়াগন আর।

জাপানে ডিজাইন হলেও ভারতের গুরুগ্রামের কারখানায় তৈরি হয়েছে এই গাড়ি। সব ধরনের রাস্তায় এই গাড়ি পরীক্ষার কাজ চলছে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এজেড)