আমি জানি, নির্বাচন সুষ্ঠু হবে না: রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:০১

বর্তমান সরকারের বিনা ভোটে নির্বাচিত হওয়ার অভ্যাস হয়ে গেছে উল্লেখ করে হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেছেন, ‘আমি জানি, নির্বাচন সুষ্ঠু হবে না। তবে এটিও জানি-৫০ ভাগ সুষ্ঠু হলেই আমি পাস করব। নগ্ন কারচুপি করেও আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়। যে কারণে বিরোধী দলের ওপর দমনপীড়ন ও নির্যাতন বেড়ে গেছে। ভোটের প্রতিদ্বন্দ্বীদের সরকার ভয় পাচ্ছে।’

বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা জালালসাফ গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘পুলিশ আমাকে কোনো প্রচারণা করতে দেবে না এটাই তাদের উদ্দেশ্য। নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে আমি সন্দিহান।’

তিনি বলেন, কাজিরবাজার থেকে গণসংযোগ করে রাতে ফেরার পথে ব্রিজের কাছে পুলিশ তার গাড়িবহর থামায়। এ সময় তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি ছেড়ে দিলেও বাকি চারটি মাইক্রোবাস এবং আটটি মোটরসাইকেল আরোহী ৩২ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়। অখচ তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন, ‘যতই বাধা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ততই আমাদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে রয়েছে। আওয়ামী লীগ নগ্ন কারচুপি, টেবিল কাস্ট করেও জয়ী হতে পারবে না।’

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার আমাদের অফিসিয়ালি জানিয়ে দিক- তারা ভোটের প্রতিযোগিতায় অভ্যস্ত নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন চায়। তারা বলুক- বিরোধী দল সরে যাও, আমরা পোষা বিরোধী দলে অভ্যস্ত।’

তিনি অভিযোগ করে বলেন, আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। মামলার কোনো হিসাব নেই। আমার প্রচারণা অত্যন্ত সফল হচ্ছে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।

গ্রেপ্তারের আশঙ্কায় এজেন্টদের নাম প্রকাশ করছি না বলেও জানান তিনি।

ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :