কুমিল্লায় হামলায় বিএনপির প্রার্থীসহ আহত ১০

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী অধ্যক্ষ ইউনুসের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় প্রার্থী ও তার ছেলেসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ ইউনুসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. কবির হোসেন জানান, নিমসার বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় যান অধ্যক্ষ ইউনুস। এ সময় ৩৫ জনের একটি দল লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা গাড়িটি ভাঙচুর করে। এতে গাড়ির ভেতরে থাকা প্রার্থী অধ্যক্ষ ইউনুস, তার ছেলে ডা. মেহেদী হাসান সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সুয়া মিয়া মেম্বার, যুবদল নেতা আমিনুল ইসলাম, রাকিব হাসান, অধ্যক্ষ ইউনুছের গাড়ির চালক আলমগীর হোসেনসহ কমপক্ষে ১০জন আহত হন। এদের মধ্যে প্রার্থীর ছেলে মেহেদী হাসান মাথায় গুরুতর আঘাত পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ^াস বলেন, ঘটনাস্থলে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অধ্যক্ষ ইউনুসকে তার কুমিল্লার বাসায় নিয়ে আসি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএস